১৬ জানুয়ারি২০২১ইং পর্যন্ত আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল 364 0
১৬ জানুয়ারি২০২১ইং পর্যন্ত আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল
খবরের সময় ডেস্ক:
মহামারী করোনাভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে (কওমি মাদরাসা ছাড়া) চলমান ছুটি আরও এক দফা বাড়ানো হয়েছে।নতুন করে ছুটি ২০২১ সালের ১৬ জানুয়ারি ২০২১ইং পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।শুক্রবার গণমাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটির মেয়াদ ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।কিন্তু শীতের সময় করোনা পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় এই ছুটি ফের বাড়ানো হয়।করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে।দফায় দফায় ছুটি বাড়িয়ে তা আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়। এবার তা বাড়িয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত করা হলো।করোনার প্রভাবে প্রায় চার কোটি শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। পড়াশোনা অব্যাহত রাখতে সরকার টিভি পাঠদান দিচ্ছে।চলছে অনলাইন পাঠদান। কিন্তু এই মহামারিতে অনেকেই সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। সামনে আসছে শীত।আর শীতে করোনার প্রকোপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।